ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বেনাপোল সীমান্তে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পাচারের সময় হুন্ডির সাত লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় সীমান্তের সাদীপুর পোতাপোস্ট এলাকায় পাচারকারীকে ধাওয়া করে এ টাকা জব্দ করে বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তারা জানতে পারেন ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে সীমান্তের সাদীপুর রাস্তায় অবস্থান করছেন।

পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ওই পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। এসময় ব্যাগের ভেতর হুন্ডির সাত লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।