ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনার ফসলি জমিতে উদ্ধার সেই মরদেহের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
নেত্রকোনার ফসলি জমিতে উদ্ধার সেই মরদেহের পরিচয় মিলেছে মল্লিকা বেগমের মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় পাওয়া গেছে। তার নামা মল্লিকা বেগম। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভেদীকুড়া গ্রামের চারুয়াপাড়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

শনিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে মল্লিকার স্বজনরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে এসে তার মরদেহটি শনাক্ত করেন।

রোববার (১৮ নভেম্বর) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত মল্লিকা নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের হৃদয় হোসেন জুয়েলের তৃতীয় স্ত্রী।

দাম্পত্য জীবনে তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। ঢাকার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বসবাস করতেন ওই দম্পতি। দীর্ঘদিন পর তারা নেত্রকোনায় বেড়াতে আসতেন। ঢাকায় কর্মজীবনে মল্লিকা গার্মেন্টস কর্মী ও হৃদয় ভাঙাড়ি ব্যবসা করতেন।

নিহতের বাবা আব্দুল মান্নানের বরাত দিয়ে ওসি আরও বলেন, হৃদয় মাদকাসক্ত একজন মানুষ। মাদকসেবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সংসারে অভাব-অনটন ও কলহ লেগেই থাকতো। প্রেমের সম্পর্কে জড়িয়ে মল্লিকা পরিবারের অমতে হৃদয়কে বিয়ে করেছিলো।

হত্যার দুই তিনদিন আগে হৃদয় নেত্রকোনায় তার বাড়িতে আসার কথা বলে স্ত্রী মল্লিকাকে ঢাকা থেকে নিয়ে বের হন। পরে শনিবার (১৭ নভেম্বর) দুপুরে নেত্রকোনা মডেল থানা পুলিশের সদস্যরা দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দাপুনিয়া এলাকার একটি ফসলি জমি থেকে মল্লিকার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম ও মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (সদর সার্কেল) খান।

এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় মান্নান ওই রাতে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে মেয়ে জামাই হৃদয়সহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হবে বলেও জানান ওসি বোরহান উদ্দিন।

** নেত্রকোনায় তরুণীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।