ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমির বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
জমির বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন গুরুতর হয়েছেন। 

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের লিয়াকত আলীর দখলে আছে ৩৫ শতাংশ জমি।

এর মালিকও তিনি। এরই মধ্যে একই গ্রামের জসিম ও তার স্বজনরা এই জমি ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে আসছেন।  

এ নিয়ে সোমবার সকালে ওই জমি দখল করতে যান তারা। এক পর্যায়ে ওই জমিতে থাকা বিভিন্ন গাছ-পালা কেটে ফেলেন জসিমের লোকজন। লিয়াকত ও তার লোকজন এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।  

এর মধ্যে সুফিয়া, শুক্কুর আলী, মালেকা, মাহাবুব, ইলিয়াছ, সজিব, নুরুন্নবী, আমির হামজা, কামাল হোসেন, তাইজুদ্দীনসহ ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

লিয়াকত অভিযোগ করেন, কাগজপত্র সব আমাদের পক্ষে। জোরপূর্বক আমাদের জমি জসিম ও তার লোকজন দখল করতে চাইলে এ ঘটনা ঘটে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, এ ব্যাপারে ২টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।