ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচনের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
নির্বাচনের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান ‘নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ’ বিষয়ক মতবিনিময় সভা

খুলনা: ভোটাধিকার বিশ্বব্যাপী অন্যতম মানবাধিকার হিসেবে স্বীকৃত। আমাদের দেশে নির্বাচনকে উৎসব হিসেবে দেখা হয়। ২০১৮ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো সম্প্রদায় যেন আক্রান্ত না হয় সে দিকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল ‘নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।  

খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

সভায় কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ তার বড় প্রমাণ। কিন্তু ২০০১ সালে নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে পাশবিক  নির্যাতন হয়েছিল এবং ২০১৪ সালেও নির্বাচন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের যে সব ঘটনা ঘটেছিলো সে ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না।  

‘এজন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। ’ 

মুখ্য আলোচক হিসেবে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ‘সম্প্রাদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত ৪১টি ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ করেন।  

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনিসুর রহমান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

মতবিনিময় অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন নির্বাচনের সময় আক্রান্ত ব্যক্তিরা তাদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। খুলনা জেলা প্রশাসন এ মতবিনিময় সভা আয়োজনে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।