জানা যায়, দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে শিবগঞ্জের মোহনবাগের বাড়িতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে- মেয়ে জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৪টায় মোহনবাগ কেন্দ্রীয় গোরস্থানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা জাসদ সভাপতি মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা জাসদ সভাপতি মো. আবু বাক্কার, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র শামিম কবির হেলিমসহ অনেকে শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরএ