ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাকা আত্মসাৎ করতে ভাতিজাকে হত্যা করা হয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
টাকা আত্মসাৎ করতে ভাতিজাকে হত্যা করা হয়

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ভাইয়ের কাছ থেকে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে ভাতিজা শিশু জুয়েলকে হত্যা করা হয়। এ ঘটনায় শিশু জুয়েলের চাচা মনি ও মামা হিরাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সিংড়া উপজেলার কুমগ্রামের মুক্তার সরকার প্রায় সাড়ে ৩ লাখ টাকায় জমি বিক্রি করেন।

ভাইয়ের কাছ থেকে সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য ২৬ অক্টোবর ভাতিজা জুয়েলকে অপহরণ করেন চাচা মনি সরকার। সঙ্গে ছিলেন জুয়েলের মামা হিরাও। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে জুয়েল মারা যায়।

পরে জুয়েলের মরদেহটি গ্রামের একটি ডোবায় কচুরিপানা দিয়ে চাপা দিয়ে রাখেন তারা। দুই দিন পর রাতে পুলিশ জুয়েলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দ্বীজেন (২০) নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার রহস্য বেরিয়ে আসে। আটকরা সবাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসপি হেডকোয়ার্টার আবু হায়দার ফয়জুর রহমান, সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নেয়ামুল আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।