ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
সৈয়দপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে নীলফামারীর সৈয়দপুর শহরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে শহরের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদফতর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোছা. আফসানা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে মিস্ত্রিপাড়া এলাকার বাবু হোটেলকে পাঁচ হাজার এবং নেছার হোটেলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরে বিমানবন্দর রোডের (ক্যান্টনমেন্ট রোড) শাপলা বীজ ঘরে কম ওজনের বাটখারা রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিকের এক হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।