ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সহকর্মীর সঙ্গে ঝগড়া করে প্রাণ হারালেন যুবক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
সহকর্মীর সঙ্গে ঝগড়া করে প্রাণ হারালেন যুবক  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজার এলাকায় সহকর্মীর অস্ত্রের আঘাতে ইমাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (২৬ নভেম্বর) দিনগত রাতে পশ্চিম রাজাবাজার এলাকার ৫৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ইমামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

ইমামের সহকর্মী কার্তিক লোধ জানান, মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ একটি কোম্পানিতে চাকরি করেন তারা। ইমাম মার্কেটিং বিভাগে কাজ করতেন। কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দেওয়া বাসায় থাকেন তারা। গত রাতে তুচ্ছ বিষয় নিয়ে ইমামের সঙ্গে সহকর্মী সাজ্জাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে ইমাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. আব্দুল খান বাংলানিউজকে জানান, দুই সহকর্মীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ইমামের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারলো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।