আনোয়ার হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর এলাকার হাফেজ আলীর ছেলে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ২০০৬ সালের গুইমারা থানায় দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন। দীর্ঘপ্রায় ৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলা হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
জানা যায়, ২০০৬ সালে মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় ময়না আক্তার (১৪) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১০ সালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দু’জনকে যাব্বজীবন সাজা দেন। আসামিদের মধ্যে একজন জেলা হাজতে থাকলেও অপরজন আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এডি/ওএইচ/