কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বাংলানিউজকে জানান, মইশকুম রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসবি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।