ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে শর্ত সাপেক্ষে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
বেনাপোল বন্দরে শর্ত সাপেক্ষে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার বেনাপোল বন্দরে পণ্য খালাস করছে শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল: শর্ত সাপেক্ষে বেনাপোল বন্দরে ধর্মঘট প্রত্যাহার করেছে ইকুইপমেন্ট শাখার শ্রমিকরা। এতে পুনরায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শ্রমিকরা কাজে যোগ দেন।  

এর আগে সোমবার (২৬ নভেম্বর) ঠিকাদার প্রতিষ্ঠান সিস লজিস্টিক্যাল বন্দরের নিকট পাঁচ মাসের  প্রায় দুই কোটি বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে কর্মবিরতি ডাক দেন।

এতে শ্রমিকরা কাজ না করায় বন্দরে আমদানিকৃত মেশিনারিজ পণ্য সামগ্রী লোড, আনলোড বন্ধ হয়ে যায়।  

বেনাপোল স্থলবন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেডের প্রতিনিধি সোহাগ হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাসের সঙ্গে তাদের বৈঠক হয়। এ সময় বন্দর পরিচালক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য পাঁচ দিনের সময় নিয়েছেন। এতে কর্মবিরতী আপাতত তুলে নেওয়া হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধ করা না হলে আবারো কর্মবিরতি ডাকা হবে বলে জানান তিনি।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস শ্রমিক কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে উচ্চ মহলে আলোচনা চলছে।

এদিকে আমদানি কারক ইদ্রিস আলী জানান, ঝামেলা বন্দরের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের। আর লোকসান গুণতে হয়েছে ব্যবসায়ীদের। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া বন্দরে পণ্য খালাস বন্ধ করে দেওয়ায় তারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন কাজ শুরু হওয়ায় পণ্য খালাস নিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।