ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমুদ্রসীমায় বিদেশি ট্রলার ঢুকতে না দেওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
সমুদ্রসীমায় বিদেশি ট্রলার ঢুকতে না দেওয়ার আহ্বান কর্মশালায় বিলস ও এফইএস’র কর্মকর্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের সমুদ্রসীমায় বিদেশি ট্রলার ঢুকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া জেলেদের সামাজিক নিরাপত্তার দাবি করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক কর্মশালায় তারা এই দাবি করেন।

‘মৎস্য শ্রমিকের অধিকার ও সুরক্ষা: বিদ্যমান অবস্থা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটউট অব লেবার স্টাডিজ (বিলস)। এতে সহযোগিতা করে ফ্রেডেরিক এবার্ট স্টিফটাং (এফইএস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান ভূঁইয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। কর্মশালায় বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক জাফরুল হাসান, এফইএস-এর আবাসিক প্রতিনিধি টিনা ব্লুহম, বিলসের উপদেষ্টা মেসবাহউদ্দিন আহমেদ প্রমুখ।  

মূল প্রবন্ধে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জেলেদের উন্নয়নে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় অন্য দেশের ট্রলার যেন ঢুকতে না পারে তার জন্য সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এছাড়া জেলেরা নিখোঁজ হলে, তাদের না পাওয়া গেলে এক বছরের মধ্যে নিখোঁজ ঘোষণা করতে হবে।  

জেলেদের নিরাপত্তা রক্ষায় আইনের বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এফইএস-এর আবাসিক প্রতিনিধি টিনা ব্লুহম বলেন, জেলেরা অবহেলিত। জেলেদের অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি। সে কারণে এই ধরনের কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জেলের অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালায় বক্তারা জেলেদের নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন। এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।