ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৮ লাখ টাকার পলিথিন জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
বগুড়ায় ৮ লাখ টাকার পলিথিন জব্দ জব্দ হওয়া পলিথিন ট্রাকে তোলা হচ্ছে। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া শহরের বড়গোলা এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর থেকে বিকেল নাগাদ শহরের বড়গোলা লালমাটি ঘাট এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক মকবুল হোসেন ও বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী প্রমুখ।

পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রামিম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১৫ লাখ মেট্রিক টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।

অপরদিকে মেসার্স মাহফুজ স্টোরের একটি গুদামে অভিযান চালিয়ে পানের মসলা মহুরীর সঙ্গে জিরা মেশানো বিপুল পরিমাণ প্যাকেট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক মাহফুজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।