মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসা-মসজিদ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সিংড়া উপজেলা ও পৌর এলাকায় বসবাসরত বিশিষ্ঠজনদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী পলক।
পলক বলেন, এ সকারের আমলে কোনো মসজিদ-মাদ্রাসা বন্ধ হয়নি, বরং উন্নয়ন হয়েছে। দাড়ি টুপি খুলতে হয়নি, আযান বন্ধ হয়নি।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেম মাওলানা আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর শাকুর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ওলামা লীগের সভাপতি মাওলানা ইদ্রীস আলী সুমন, সাধারণ সম্পাদক নুর আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম দুলু, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরএ