ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি এহিয়ার গাড়িতে হামলা, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এমপি এহিয়ার গাড়িতে হামলা, থানায় জিডি ইয়াহইয়া চৌধুরী এহিয়া

সিলেট: সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে সংসদ সদস্য এহিয়াসহ তার একান্ত সহকারী আবু বকর থানায় হাজির হয়ে জিডি করেন।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বাংলানিউজকে বলেন, তাৎক্ষণিক ঘটনাটি না জানালেও ঘণ্টা খানেক পরে থানায় হাজির হয়ে হামলার ঘটনাটি জানান সংসদ সদস্য এহিয়া।

এ ঘটনায় দায়ের করা জিডিতে অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জন হামলাকারী তাদের গাড়িতে হামলা চালিয়ে ও ১০ রাউন্ড গুলি ছোড়ার  বিষয়টি  উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া বাংলানিউজকে বলেন, রাত সোয়া ১১টায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কুদ্দুস চেয়ারম্যানের বাড়িতে বৈঠক শেষে বেরিয়ে আসার পর তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে গাড়ি থেকে গুলি করেছেন তিনি। এরপর গাড়ি থেকে নেমেও তিনি গুলি চালান। এ ঘটনায় তার সহকারী থানায় জিডি করেছেন।

তবে এমপি এহিয়ার গাড়িতে হামলা ও তার পিস্তল থেকে ১০ রাউন্ড গুলি করার ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি আল মামুন।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।