ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২০০ হাসুয়াসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বগুড়ায় ২০০ হাসুয়াসহ আটক ৫

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২০০  হাসুয়া (দেশীয় অস্ত্র), একটি চাইনিজ কুড়াল ও তিনটি ছোড়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ৫ জনকে আসামি শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ও আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে শনিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে ওই এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার পুনট নয়াপাড়া গ্রামের সেকেন্দার মিয়ার ছেলে সেলিম মিয়া, একই এলাকার দুদু মিয়ার ছেলে জনি, শিমুল, অশোক কুমার বাবু ও জালাল উদ্দিন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের পেছনে কোনো অসাধু চক্র জড়িত থাকতে পারে। তবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।