ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবহিত করলে বাসায় মশার স্প্রে দেবে ডিএসসিসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
অবহিত করলে বাসায় মশার স্প্রে দেবে ডিএসসিসি বক্তব্য রাখছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সম্প্রতি মশার উপদ্রব বাড়ায় তা নিধনে ফের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময়ের মধ্যে যদি কোনো বাসা-বাড়িতে স্প্রে করার জন্য অবহিত করলে ব্যবস্থা নেবে ডিএসসিসি।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ র উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দেন।

এসময় ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচটি জোনে ভাগ করে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে।

সাঈদ খোকন বলেন, এবার আগাম বেশি বৃষ্টিপাত হয়েছে। এর কারণে মশার উপদ্রবও বেড়েছে। আমরা একাধিকবার ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেওয়ার কারণে এই ঝুঁকি থেকে বের হয়ে এসেছি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতংকিত হওয়ার কিছু নেই। এখন তাপমাত্রা কমে আসার কারণে কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। সেজন্য আমরা সর্বোচ্চ জনবল দিয়ে সফল হতে চেষ্টা করবো, নিয়ন্ত্রণে রাখতে চাই সবকিছু।

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র খোকন বলেন, মশা নিধনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কোনো এলাকায় (কর্মচারীরা) অনুপস্থিত থাকে তাহলে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অবহিত করলে অনুমতি সাপেক্ষে বাসায় গিয়ে স্প্রে করতে বাধ্য থাকবে।

নাগরিকদের সম্পৃক্ততার মাধ্যমে সমন্বিত কার্যাক্রমে মশা নিধন প্রোগ্রাম বেশি সফলতা আসবে আশাব্যক্ত করেন মেয়র সাঈদ খোকন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।