ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
শীতলক্ষ্যায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার দু’দিন পর জাহিদুল ইসলাম (৪২) নামে এক জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বক্তারকান্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১ ডিসেম্বর) রাতে জিসান-২ নামে জাহাজের শ্রমিক মহিউদ্দিন ও জাহিদুল ইসলাম নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যান। ওইসময় তাদের মধ্যে ঝগড়া হলে মহিউদ্দিন জাহিদুলকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেন অভিযোগ পরিবারের।

জাহিদুল পিরোজপুর চল্লিশসা এলাকার আমির আলীর ছেলে। তিনি ওটিএসএস জিসান-২ নামে জাহাজের গ্রিজার হিসেবে কাজ করতেন।

নিহতের ভাই মনসুর মিয়ার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ জানান, গত শনিবার রাতে জিসান-২ নামে জাহাজের শ্রমিক মহিউদ্দিন ও জাহিদুল ইসলাম নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যান। ওইসময় তাদের মধ্যে ঝগড়া হলে মহিউদ্দিন জাহিদুলকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহিদুল। এ ঘটনায় এখনও পলাতক রয়েছেন মহিউদ্দিন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।