ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিসিসির সাবেক মেয়রের ছেলের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বিসিসির সাবেক মেয়রের ছেলের ওপর হামলার অভিযোগ হাসপাতালের বেডে কামরুল আহসান রূপন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) সকালের দিকে নগরের কালিজিরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপন জানান, তিনি নগরের কালুশাহ সড়কের বাসা থেকে ২৬ নম্বর ওয়ার্ডে তার মাছের ঘেরের উদ্দেশে যাচ্ছিলেন।

কালিজিরা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু রুবেলকে মারধর করেন তারা। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।