ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিসভার শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিসভার শোক মন্ত্রিসভার বৈঠক

ঢাকা: বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ ডিসেম্বর) বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।


 
৬১ বছর বয়সী তারামন বিবি গত ৩০ নভেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বক্ষব্যাধিসহ নানা রোগে ভুগছিলেন তিনি। গত ৮ নভেম্বর রাজিবপুর থেকে ময়মনসিংহ সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সপ্তাহখানেক আগে তাকে রাজিবপুরের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আবারও অবনতি হয়ে নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহ এবং সম্মুখযুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে স্বাধীন বাংলাদেশের সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।
 
মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দল ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। এজন্য মন্ত্রিসভা তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানায়।
 
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) কর্তৃক প্রকাশিত নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা সমগ্র শুরুতেই প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।