ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২ বাসের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
সিরাজগঞ্জে ২ বাসের সংঘর্ষে আহত ১২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সয়দাবাদে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ যাত্রী।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে দুই/তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী অভি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের অপর যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বাস থেকে আহত অবস্থায় অন্তত ১২/১৪ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের মধ্যে দুই/তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।