ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিসিসি’র বিভিন্ন দফতরে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বিসিসি’র বিভিন্ন দফতরে রদবদল বরিশাল সিটি করপোরেশন (নগর ভবন)

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান।  

তিনি জানান, করপোরেশনের কাজের গতি বাড়ানোর জন্য একটু রদবদল করা হয়েছে।

এছাড়া অন্যকিছু নেই এখানে। বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই রদবদল করা হয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর করপোরেশনের চতুর্থ পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা আসমা বেগম রুমীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই শাখায় বিশেষ কাজে নিয়োজিত করা হয়েছে। প্রশাসন শাখার পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসকে প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।  

পাশাপাশি হিসাব বিভাগের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট ও অডিট) মো. আক্তারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া করপোরেশনের হাট-বাজার ও স্টল শাখার সুপারিনটেনডেন্ট নুরল ইসলাম, অবৈধ উচ্ছেদ শাখায় কর্মরত উচ্চমান সহকারী (চ.দা) জাহাঙ্গীর হোসেন ও পরিচ্ছন্নতা বিভাগের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধাকে সাময়িক অব্যাহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে।

এদিকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ৭ কর্মকর্তার মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে ইতোপূর্বে নানা অনিয়মের অভিযোগ ছিল। যারমধ্যে অতিরিক্ত ভ্যাট প্রদান ও জনবল দেখানোর বিষয়টি উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।