ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ চায় যুক্তরাষ্ট্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ চায় যুক্তরাষ্ট্র কক্সবাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বসতভিটায় ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে মিয়ানমারকে। আর তাদের প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছামূলক।

এছাড়া নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে নতুন স্থাপিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কীভাবে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এবং পরবেশ ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করবে।

‘কেবলমাত্র শুধু রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে। ’

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি প্লেন চেপে তিনদিনের সফরে কক্সবাজার যান। সেখানে পৌছে মার্কিন রাষ্ট্রদূত দুপুর ১২টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম তুমব্রু সীমান্তের কোণার পাড়ার শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর দুপুর দেড়টায় তিনি বালুখালী ট্রানজিট ক্যাম্প, আড়াইটায় কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি নির্যাতিত রোহিঙ্গা, ক্যাম্পে দ্বায়িত্বরত সরকারী ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।