ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২ নিহতদের একজনের মরদেহ। ছবি-বাংলানিউজ

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কান্দুরী গ্রামের ছহমউদ্দিনের ছেলে রুকু (৩২) ও সাদেক মোল্লার ছেলে মো. ইমান আলী (৩৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইলিয়াস উদ্দিন মেম্বারের সঙ্গে একই এলাকার ছহমউদ্দিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। সকালে ধান কাটতে গেলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ইলিয়াস গ্রুপের লোকজন ছহমউদ্দিনের ছেলে রুকু ও তাদের পক্ষের ইমান আলীকে কোপালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দু’টি পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।