ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইশতেহারে নাগরিক প্রত্যাশা জানিয়েছে সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ইশতেহারে নাগরিক প্রত্যাশা জানিয়েছে সুজন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সংবাদ সম্মেলন | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণতন্ত্র ও সুশাসন, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালীকরণসহ ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহারে নাগরিক প্রত্যাশা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।  

সংবাদ সম্মেলনে আট দফা দাবি জানিয়ে লিখিত নিবন্ধ পাঠ করেন সুজনের কেন্দীয় সমন্বয়কারী দীলিপ কুমার রায়।

এ সময় সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন, লেখক সৈয়দ আবুল মকসুদ ও বেলার সভাপতি সৈয়দা রেজওয়ানা হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। তাই বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কাছে নাগরিক প্রত্যাশা তুলে ধরার জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইশতেহার হলো দলের সাথে নাগরিকদের অলিখিত চুক্তি। সেখানে দেশের সাধারণ নাগরিকদের আশা-প্রত্যাশা প্রতিফলন থাকে। এর মাধ্যমে দলগুলো ক্ষমতায় গিয়ে কী করবে তার একটি আভাস পাওয়া যায়। তাই আমরা নাগরিকরা কী ধরনের উন্নয়ন চাই, সেটি তুলে ধরা অত্যন্ত জরুরি।

এ সময় তিনি নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনে নিয়োগের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা উচিত যাতে করে স্বচ্ছতার ভিত্তিতে সৎ, যোগ্য, নিরপেক্ষ ও স্বাধীনচেতা ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।