ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
নারায়ণগঞ্জে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানিয়াদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, এক থেকে দেড়মাস আগে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। চুল ও শাড়ির চিহ্ন দেখে নিশ্চিত হওয়া গেছে মরদেহটি একজন নারীর।  

ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।