ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নৃশংসতায় আইসিসিতে গভীর উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
রোহিঙ্গা নৃশংসতায় আইসিসিতে গভীর উদ্বেগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চলতি ১৭ তম সাধারণ সভায় ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও মিয়ানমার সেনাদের নৃশংসতার দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনার জন্য আইসিসির কাছে দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আইসিসির চলতি সাধারণ সভায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত বুধবার এ দাবি জানায়।  এর ফলে ১২৩টি সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠানরত ওই অধিবেশনের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপ ও নিন্দার মুখে পড়েছে মিয়ানমার।

এই অধিবেশন এক সপ্তাহ চললেও অধিবেশনের প্রথম দিনেই বুধবার বিভিন্ন দেশ মিয়ানমার প্রসঙ্গে বক্তব্য রেখেছে।  

জেনেভার কূটনৈতিক সূত্রগুলো বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জানিয়েছে, ২৮ দেশের ইউরোপীয় জোটের কয়েকটি দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ওপর সংগঠিত নৃশংসতার অপরাধ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।

রোম সনদে স্বাক্ষরকারী দেশ না হলেও মিয়ানমার এই প্রথম আইসিসি’র সাধারণ সভায় যোগ দিতে আবেদন করেছে। নেদারল্যান্ডসের কূটনীতিক সূত্রগুলো মনে করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের কারণে মিয়ানমার অধিবেশনে যোগ দিতে চাইছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘন্টা, ৭ ডিসেম্বর, ২০১৮
টিআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।