ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মান্দায় মা-মেয়ের মৃত্যু নিয়ে রহস্য, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
মান্দায় মা-মেয়ের মৃত্যু নিয়ে রহস্য, আটক ৩

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় একইসঙ্গে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বজরুক আতিথা গ্রামের এবাদত হোসেনের স্ত্রী ফরিদা বিবি (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে শাহনাজ পারভীন (২৫)।  

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামের মৃত খয়বর রহমান সরকারের ছেলে জাহেদুল ইসলাম (৫৫), মান্দা উপজেলার কাঞ্চন গ্রামের আব্দুল করিমের ছেলে মমতাজ হোসেন (৫০) ও তার স্ত্রী লতিফা বিবি (৪৫)।  

স্থানীয়রা জানান, মানত পূরণ করার জন্য শুক্রবার সকালে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহীগামী একটি বাসে করে মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের উদ্দেশে রওনা দেন ফরিদা বিবি ও তার মেয়ে শাহনাজ পারভীন। পথে সতিহাট বাসস্ট্যান্ডে নেমে একটি অটোরিকশায় করে তারা কাঞ্চন বাজারে আসেন। অটোরিকশা থেকে নেমে বাজারের পাশে মমতাজ হোসেনের বাড়ি যান। দুপুরে ওই বাড়ি থেকে বের হবার পরই রাস্তায় জ্ঞান হারিয়ে পরে যান তারা।  

স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ফরিদা বিবি মারা যান। পরে মান্দা হাসপাতালে নেয়ার পথে মারা যান শাহনাজ। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহেদুল ইসলাম, মমতাজ হোসেন ও লতিফা বিবিকে আটক করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, পুরো ঘটনাই রহস্যে ঘেরা। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।  

নিহতদের মরদেহ উদ্ধারসহ মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।