ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- হৃদয় (২২), মানিক (২১) ও মৃদুল (২৪)

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে মোটারসাইকেলে করে আশুলিয়ার নয়ারহাট এলাকার উদ্দেশে রওনা দেয় হৃদয়, মানিক ও মৃদুল। পথে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮/আপডেট: ১৮০২ ঘণ্টা 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।