ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
কুমিল্লায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যোগে সাত শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টা থেকে নগরের সদরের রাজাপাড়া আশ্রয়ন প্রকল্প, ঢুলিপাড়া, কুমিল্লা রেলস্টেশন ও গোমতী বেড়িবাঁধ এলাকার শীতার্ত মানুষের হাত এ কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-সচিব মো. আজিজুর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার সহ-কমিশনার মো. মাজহারুল ইসলাম এবং ত্রাণ ও পুর্নবাসনের মো. মনিরুল হক।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।