ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৪ দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
মাদারীপুরে ৪ দিনব্যাপী বইমেলা শুরু বইমেলার উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুধুমাত্র জেলার কবি, লেখক ও সাহিত্যিকদের লেখা বই পাওয়া যাবে এ মেলায়। 

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ে এ মেলার উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াকুব খান শিশির ও কবি দুলাল সরকার।

 

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে ডা. আব্দুল বারিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া তরুণ উদীয়মান সাহিত্যিক সৌম্য সরকারকে দেওয়া হয় মহাকবি আলাওল পদক।  

মেলা প্রাঙ্গনে বইয়ের স্টল ছাড়াও প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ মেলা চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ মেলা। মেলায় পাওয়া যাবে জেলার শতাধিক লেখকদের বই। উদ্বোধন শেষে নৌ পরিবহনমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়ঃ: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।