ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একদল সদস্য এ অভিযান চালায়।  

আটকরা হলেন- জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ভালোবাসা পাড়ার মৃত মো. হাসেমের ছেলে মো. জসিম উদ্দিন মেম্বার (৩৮) ও একই উপজেলার গর্জনীয়ার রাজঘাট এলাকার মো. রাজা আলমের ছেলে নুর আহম্মদ পিন্টু (৩৬)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, একদল মাদকবিক্রেতা শহরের বাজারঘাটা এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে। এসময় রুমেন (৫০) নামে অপর এক মাদকবিক্রেতা সুকৌশলে পালিয়ে যান। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া এলাকায় বলে জানা গেছে।  

আটক ও পলাতক মাদকবিক্রেতাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।