ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে নুরুল কাসেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কচুবনিয়াপাড়ার একটি দুর্গম পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, শনিবার গভীররাতে পাহাড়ের মাটি কেটে ট্রাক ভর্তি করছিলেন নুরুল কাসেমসহ কয়েকজন শ্রমিক।

এসময় পাহাড়ের মাটি চাপা পড়েন নুরুল কাসেম। রাতে স্থানীয়রা অনেক চেষ্টার পরও তাকে উদ্ধার করতে না পেরে দমকল বাহিনীকে খবর দেন। সকালে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।