ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সায়হাম টেক্সটাইলে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
সায়হাম টেক্সটাইলে আগুন  আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি-বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত সায়হাম টেক্সটাইল মিলস এর তুলার গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে লাগা এ আগুন মঙ্গলবার সকাল ১১টায়ও পুরোপুরি নেভেনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, রাতে গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রাতে লাগা এ আগুন এখনও পুরোপুরি নেভেনি। রাত থেকে সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

তিনি আরো জানান, আগুনে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

বাংলাদশে সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।