ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় বাসা থেকে গ্রেনেড-জ্যামার উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
পুরান ঢাকায় বাসা থেকে গ্রেনেড-জ্যামার উদ্ধার

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকার একটি বাসা থেকে বেশ কিছু গ্রেনেড ও জ্যামার উদ্ধার করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওয়ারীর গোয়ালঘাট লেনের একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে বেশ কিছু গ্রেনেড ও জ্যামার উদ্ধার করা হয়েছে।

বাসাটিতে বোমা তৈরির বিপুল পরিমার সরঞ্জাম রয়েছে।

তিনি জানান, অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।