ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাজোট ক্ষমতায় গেলে গ্রামগুলো শহরে পরিণত হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
মহাজোট ক্ষমতায় গেলে গ্রামগুলো শহরে পরিণত হবে

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী বলেছেন নৌকা জয়লাভ করলে গ্রামকে শহরে পরিণত করবেন। আগামী দিনে মহাজোট ক্ষমতায় গেলে গ্রামগুলোকে শহরে পরিণত হবে। 

রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।

উন্নয়নের সেই ধারা অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি আবারো ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করবে।

এসময় তিনি নৌকা প্রতীকে ভোট দিতে সকলে প্রতি আহ্বান জানান।

স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাপ্টিবাড়ি ইউপি সদস্য আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসম্বের ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।