ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ফেরাতে পাশে থাকবে জাপান 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
রোহিঙ্গা ফেরাতে পাশে থাকবে জাপান  রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে জাপান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশকে দেওয়া সমর্থন অব্যাহত রাখবে জাপান।

সোমবার (১৭ ডিসেম্বর) টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে জাপানের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, টোকিওতে সোমবার দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী কাজুইকি ইয়ামাজাকি।

বৈঠকে জাপানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজুইকি ইয়ামাজাকি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠাতে সমর্থন অব্যাহত রাখবে জাপান।  

বৈঠকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হতে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয় জাপান।

বৈঠকে   বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বি-পক্ষীয় ইস্যু ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতেও সহযোগিতার বিষয়ে প্রাধান্য দেওয়া হয়।  

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের মধ্যে প্রথম জাপানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের (এফওসি) বৈঠক অনুষ্ঠিত।

সেই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইস্যুতে আলোচনা হয়। এবার দ্বিতীয়বারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।