ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সিলেটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

সিলেট: সিলেটে ট্রাকের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। 

সোমবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার মুরাদপুর শাহপরান বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাখরখোলা গ্রামের হারিস উদ্দিনের ছেলে।

তিনি ভ্যানে করে তরকারি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গিয়াস ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জাফলং থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৯২৬৬) শাহপরান বাইপাস সড়কে এসে গিয়াসের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে শাহপরান (র.) থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বাংলানিউজকে বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে চালিয়ে আসা ট্রাকের ধাক্কায় গিয়াস প্রাণ হারান। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও মোগলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।  

নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।  

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।