ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি কখনও দেশের জন্য কোনো কাজ করেননি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সম্মেলনে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই জাতীয় সম্মেলনের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে যুদ্ধাপরাধীদের নির্মূল করা হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ভয় পায়। সব কিছুতে ব্যার্থ হয়ে তারা বাংলার মানুষ নয়, ক্ষমতা চায়। একইসঙ্গে তারা আইএসআই’র এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির স্বাগত বক্তব্যে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করার ঘোষণা দেন। এজন্য প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের জেলায় জেলায় আইন সহায়তা কমিটি গঠনের আহ্বান জানান আইনমন্ত্রী। এছাড়া সংখ্যালঘুদের সুরক্ষা আইন করার জন্য কাজ করছেন বলেও জানান তিনি।  

এবারের নির্বাচনে ৫৮টি নির্বাচনী এলাকা ঝুঁকিপূর্ণ বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেস্বর ১৮, ২০১৮
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।