ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহজাবিন রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
মেহজাবিন রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক বার্তায় এ শোক জানান তিনি।  

শোক বার্তায় প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট  বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝে তাদের দুই বোনকে আশ্রয়দানসহ তার সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

 

এদিকে এই মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মরহুমার লালমাটিয়ার বাসভবনে ছুটে যান শেখ হাসিনা। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার ভোরে লালমাটিয়ার বাসভবনে ইন্তেকাল করেন মেহজাবিন রশীদ চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮/আপডেট: ১৬২৭ ঘণ্টা
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।