ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি গম ক্ষেত থেকে তাইজুল ইসলাম (৪০) নামে এক মুদির দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার দলপতিপুর গ্রামে রাস্তার পাশে একটি গম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাইজুল উপজেলার কোষরাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে মৃত আজিজুল ইসলাম ওরফে ভুটিয়ার ছেলে।

নিহতের ভাই রবিউল ইসলাম বাংলানিউজকে জানায়, তাইজুল নাকাটি বাজারে মুদির দোকান করতো। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে একটি গম ক্ষেতে ফেলে রাখে।

এলাকার লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় বলেও জানান তিনি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির ভাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।