ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বেলকুচিতে অস্ত্রসহ যুবক আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ ফরিদুল ইসলাম ফরিদ (২৮) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (০৫ জানুয়ারি) রাতে উপজেলার ধুলেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

এরপর রোববার (৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিষয়টি জানান।

আটক ফরিদুল উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।  

ওসি ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাপড়ের ব্যাগসহ ফরিদকে আটক করা হয়। এরপর ওই ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ফরিদ একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তিনি চোরাই মোটরসাইকেলেরও ব্যবসা করতেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায়ও ডিবি পুলিশ বাদী হয়ে বেলকুচি থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।