ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে জেএমবির দুই সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
বরিশালে জেএমবির দুই সদস্য আটক র‌্যাবের হাতে আটক দুই জেএমবি সদস্য, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বরগুনা জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটক দুই জেএমবি সদস্য হলেন- বরগুনার সদর থানার পূর্ব গর্জনবুনিয়া এলাকার মৃত আব্দুল মজিদ মুসল্লির ছেলে আব্দুল আওয়াল সিরাজ (৫৪) ও একই জেলার রোটপাড়া আমড়াজুড়ি এলাকার মৃত হাবিবুল্লাহ শিকদারের ছেলে আলী হোসেন ওরফে মাইনুদ্দীন (৪৫)।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জানুয়ারি) বরগুনা সদর থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।  

এদিকে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।