ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২   দুর্ঘটনা কবলিত টলি দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোলে ট্রেনের ধাক্কায় ইঞ্জিন চালিত টলির চালকসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোলের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেনাপোলের রাজবাড়ী গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।

স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রুটের কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মাটিবাহী ইঞ্জিনচালিত টলি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ব্যস্ততম এ সড়কে সব সময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু সেখানে রেলগেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।