ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে রহিম স্টিল মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মকবুল হোসেন (৪০), সামছুল হক (২০) ও সাগর আহমেদ (৪২)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণে ওই তিন শ্রমিক দগ্ধ হয়। এসময় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
 
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো বলেন, দগ্ধদের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দু’জনের ২০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।