ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় আটক ৫

ঢাকা: গত কয়েক দিনে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী এলাকার ৯টি গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে টঙ্গী এলাকার ৯টি গার্মেন্টসে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞে সরাসরি জড়িত পাঁচজন।

তারা শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গার্মেন্টসগুলোতে ধ্বংসযজ্ঞ চালায়।

এ ঘটনায় তদন্তের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে প্রাথমিকভাবে আটক পাঁচজনের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।