ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
মানিকগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ, হাসিন নোওয়াল, মুসাব্বির সিয়াম, অভিজিৎ সরকার, ইয়ামুন ফাবিহা, তানভির আমিরাত, সালমান আব্দুল্লাহসহ অনেকেই।

বক্তারা বলেন, অদক্ষ চালকদের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কে। আমরা নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

গত ১০ জানুয়ারি মানিকগঞ্জের তরা এলাকায় মাটিবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষক ডা. মঞ্জুর আলম নিহত হন। ওই দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।