ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর ‍মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
লালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর ‍মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে বাসচাপায় ফরিদ উদ্দিন ওরফে আলম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর ‍মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর-বাঘা সড়কের উধানপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন উপজেলার মনিহারপুর গ্রামের আলী মণ্ডলের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, ফরিদ উদ্দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে বাঘা থেকে লালপুরের দিকে আসছিলেন। পথে লালপুর-বাঘা সড়কের উধানপাড়া মসজিদের সামনে এলে বিপরীত থেকে আসা সুপার সনি নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আরোহী ফরিদ উদ্দিন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।