ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
অবৈধ স্থাপনা উচ্ছেদে মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মোহাম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জাকির হোসেন রোড, টাউন হল এবং শহীদ পার্ক মাঠে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় প্রায় দুই শতাধিক দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এছাড়া জাকির হোসেন রোড মাঠে অবৈধভাবে অনুষ্ঠিত একটি মেলা উচ্ছেদ করা হয়। মেলার দোকানগুলো অক্ষত অবস্থায় মাঠের সন্নিকটে ওয়াসার পাম্প এর কাছে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি অবৈধ মেলার আয়োজক মোহাম্মদপুর ক্লাব মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধভাবে মেলা পরিচালনা করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত শহীদ পার্ক মাঠে একটি বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের নেতৃত্বে ফার্মগেট ফুটওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

ডিএনসিসি জানায়, গত কয়েকদিনের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে মোহাম্মদপুর এবং ফার্মগেটে উচ্ছেদ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসএইচএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।