ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তদন্ত কমিটি

বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত চুরি হওয়া নবজাতকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানিয়েছে।

সেইসঙ্গে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। এছাড়া ওই নবজাতকের চাচা আব্দুস সামাদ বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলাও করেছেন।

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামের নাহিদা বেগম হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরে বুধবার অপারেশন থিয়েটারে তিনি সন্তান প্রসব করেন। পরে সেখান থেকে অপরিচিত এক মহিলা বাচ্চাটি শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দিতে হবে বলে জানায়। এক পর্যায়ে ওই মহিলা বাচ্চাটি কোলে নেয় দ্রুত স্থান ত্যাগ করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আর কে বি রেজা বাংলানিউজকে জানান, চুরি হওয়া নবজাতক শিশুটির চাচা আব্দুস সামাদ একটি মামলা করেছেন। শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
কেইউএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।